ঘোরাঘুরি আনলিমিটেডের সঙ্গে সাজেক ভ্রমণে যাওয়ার সুযোগ

সাজেক (ছবি: সোহেলী তাহমিনা)মেঘের রাজ্য সাজেকে পাহাড়ের অনন্য সৌন্দর্য এককথায় নয়নাভিরাম। পাহাড়ের চূড়ায় রাতভর আড্ডা, গান আর আনন্দে কাটাতে ভ্রমণ বিষয়ক সংগঠন ঘোরাঘুরি আনলিমিটেড আয়োজন করেছে দুই দিনের সাজেক ভ্রমণ। তাদের সঙ্গী হতে পারেন যে কেউ।

আগামী ৭ মার্চ রাতে ঢাকা থেকে সাজেকের উদ্দেশে রওনা দেবেন ভ্রমণপ্রেমীরা। পরদিন সকালে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে চড়ে স্বপ্নের সাজেক যাত্রা করবে দলটি। বিকালে সাজেকের আশেপাশে ঘুরে দিন কাটবে তাদের। সন্ধ্যার পর বারবিকিউ আর ফানুস ওড়াবেন তারা। রাতে ভ্রমণপিপাসুদের জন্য থাকবে স্থানীয়ভাবে বাঁশ আর কাঠ দিয়ে তৈরি কটেজের ব্যবস্থা।

৯ মার্চ ভোরে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য উপভোগ করবে এই দল। এটাই তাদের সাজেকে বেড়ানোর মূল লক্ষ্য। কংলাক পাহাড়ও দেখা হবে এদিন। পাশাপাশি পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলাসহ কয়েকটি দর্শনীয় স্থানও ঘুরে দেখবেন তারা।

ঘোরাঘুরি আনলিমিটেডের প্রধান নির্বাহী মুনিফ আম্মার বলেছেন, ‘ব্যস্ততা থেকে ছুটি নিয়ে প্রকৃতির কাছাকাছি যেতেই আমাদের এই আয়োজন। পাহাড়ে প্রাণভরে মুক্ত হাওয়ায় স্বদেশ দেখার আনন্দে মেতে উঠতে সাজেক বেছে নিয়েছি আমরা।’

সাজেক ভ্রমণে আগ্রহী ৩৬ জনকে নেবে সংগঠনটি। জনপ্রতি ৪ হাজার ৯০০ টাকায় সাজেকে বেড়ানো উপভোগ করা যাবে। তবে যুগল হলে বাড়তি ১ হাজার টাকা গুনতে হবে। ভ্রমণ যাত্রী হিসেবে নাম নিবন্ধনের শেষ তারিখ আগামী ২৫ ফেব্রুয়ারি।