বসন্তেও মুহুরী নদীর মায়াজালে অতিথি পাখিরা

মুহুরী নদীতে অতিথি পাখিদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্ট। এর প্রাণকেন্দ্র মুহুরী নদীতে প্রতি বছর শীতের শুরুতে হাজার প্রজাতির লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটে। শীতের শেষের দিকে তারা ফের চলে যায়। কিন্তু এবার বসন্ত এসে গেলেও মুহুরী নদীর মায়াজালে আটকে আছে অতিথি পাখিরা।

বাংলাদেশের উপকূলীয় উপজেলা সোনাগাজীর অন্তর্গত মুহুরী নদী ও এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মন কাড়ে। এই পর্যটন স্পটে প্রতি বছর অতিথি পাখির বিচরণ সবাইকে মুগ্ধ করে। সকাল-সন্ধ্যা তাদের কিচিরমিচির আর জলে ডানা ঝাপটানোর শব্দে মুখর থাকে মুহুরী নদী।
নদীর পাড়ে বেড়াতে আসা কয়েকজন বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এখানে পরিযায়ী পাখির সৌন্দর্য এককথায় মনোমুগ্ধকর। ’

মুহুরী নদীতে অতিথি পাখিস্থানীয় আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলাম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতি বছর শীতের শুরুতে মুহুরী নদীতে আসা অতিথি পাখির মনোমুগ্ধকর কলকাকলী দেখতে পর্যটক সমাগম হয়। অতিথি পাখি যেন শিকার না হয় সেদিকে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা খেয়াল রাখেন বলে জানান তিনি।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ‘এই নদীর চারপাশে একসময় বিশাল চর থাকলেও তা কালের বিবর্তনে সংকুচিত হয়ে এসেছে। একসময় এই নদীতে জাল ফেলে মাছ ধরে হাজারও জেলে পরিবার নিয়ে সুখী জীবনযাপন করেছে।’