সিঙ্গাপুর ভ্রমণ নিয়ে মেলায় মাজেদুল নয়নের ‘সিংহ শহরের দিনরাত’

মাজেদুল নয়ন ও তার বইয়ের প্রচ্ছদদ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরে তিন মাস ঘুরে বেড়িয়েছেন লেখক-সাংবাদিক মাজেদুল নয়ন। সেখানে এশিয়ার অন্যান্য দেশ থেকে আসা বেশকিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তার। শুনেছেন তাদের ছোট ছোট গল্প। সেগুলো নিয়েই সাজানো ‘সিংহ শহরের দিনরাত’ অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বেরিয়েছে। এটি প্রকাশ করেছে পুঁথিনিলয়।

দেশের সীমানা পেরিয়ে ভিন্ন ধর্ম, জাতি আর ভাবনার মানুষগুলোর কাছে আসা, টানাপড়েন ও জীবনযাপনের গল্প তুলে ধরা হয়েছে বইটিতে। কনক্রিটের শহরের বাইরেও লেখকের চোখে সিঙ্গাপুরের অন্ধকার, বাহুল্যতা, আবেগ ও ভালোবাসার গল্প রয়েছে এই ভ্রমণে।

‘সিংহ শহরের দিনরাত’ প্রসঙ্গে মাজেদুল নয়ন বলেছেন, ‘এখন আর ভ্রমণ বা কোনও স্থান সম্পর্কে জানতে বই না পড়লেও চলে বলে মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ এসব পাওয়া যাচ্ছে। তাই এটাকে ভ্রমণের বই না বলে গল্পের ভ্রমণ বলতেই ভালো লাগছে। এখানে মূলত পুরো সিঙ্গাপুর চষে বেড়িয়েছে গল্পের চরিত্রগুলো। সিঙ্গাপুরে ঘুরে বেড়ানোর সময় জমা তিন মাসের গল্পগুলো আনন্দ নিয়ে পড়তে আগ্রহ আছে যাদের, তাদের জন্যই এটি।’

অমর একুশে গ্রন্থমেলায় পুঁথিনিলয়ের ৩০১-০৩ নম্বর স্টলে পাওয়া যাবে ‘সিংহ শহরের দিনরাত’। এর প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। ২৫ শতাংশ ছাড়ে এই বইয়ের মূল্য পড়বে ২০২ টাকা। 
ভ্রমণ নিয়ে মাজেদুল নয়নের প্রথম গ্রন্থ ‘উইদাউথ বর্ডার’ ২০১৭ সালে প্রকাশ করে পুঁথিনিলয়।