বিশ্বের সফল ১৪ নারী শেফ

রেস্তোরাঁ দুনিয়ায় অনেক সংগ্রাম করে রান্নার কাজ করে আসছেন নারীরা। লিঙ্গবৈষম্য ও হয়রানিকে বুড়ো আঙুল দেখাতে পারলেও স্বীকৃতি মেলে না তাদের। তবে মিটু হ্যাশট্যাগ আন্দোলনের সঙ্গে চিত্রটা বদলাতে শুরু করেছে।

স্পটলাইটের বাইরে থাকা ও পরিশ্রমী সফল নারী শেফদের নির্বাচন করে আন্তর্জাতিক নারী দিবসে সম্মান জানিয়েছে সিএনএন। তালিকাটি তৈরির জন্য বিশ্বজুড়ে খাবার ও বেভারেজের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কয়েকজনের সঙ্গে কথা বলেছে এই আন্তর্জাতিক গণমাধ্যম।
অ্যালিসারা চংফনোতকুল* থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাওয়ানের পেস্ট্রি শেফ অ্যালিসারা চংফনোতকুল।
শেরিল কো* সিঙ্গাপুরের লেজ অ্যামিজ অ্যান্ড টার্ট রেস্তোরাঁর পেস্ট্রি শেফ শেরিল কো।
শেফ হি-সুক চো* দক্ষিণ কোরিয়ার সিউলে মিশেলিন-তারকা সমৃদ্ধ হানসিগঙ্গান রেস্তোরাঁর শেফ হি-সুক চো।
ক্যাটি কোল* জাপানের রাজধানী টোকিওর লোকালের শেফ ক্যাটি কোল নিজেই রেস্তোরাঁটির মালিক।
ডে আল ডি* চীনের সাংহাই শহরের বো সাংহাই রেস্তোরাঁর দুই নির্বাহী শেফের একজন ডে আল ডি। 
তৃষা গ্রিনট্রি* অস্ট্রেলিয়ার সিডনির টেন উইলিয়াম স্ট্রিট রেস্তোরাঁর প্রধান শেফ তৃষা গ্রিনট্রি। 
মানু বুফারা* ব্রাজিলের কুরিতিবা শহরের মানু’র শেফ মানু বুফারা নিজেই রেস্তোরাঁর মালিক। 
অ্যান কোয়াট্রানো* জর্জিয়ার আটলান্টা শহরের বাকেনেলিয়া ও অন্যান্য রেস্তোরাঁর শেফ ও মালিক অ্যান কোয়াট্রানো। 
জেস শ্যাডবল্ট* যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কিং রেস্তোরাঁর শেফ ও মালিকদের একজন জেস শ্যাডবল্ট। 
রোজিও সানচেজ* ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সানচেজ ও হিজা ডি সানচেজ রেস্তোরাঁ দুটি চালান রোজিও সানচেজ। 
জো ব্যারেট* অস্ট্রেলিয়ার ইয়ারা ভ্যালির ওকরিজ ওয়াইনারি রেস্তোরাঁর শেফ জো ব্যারেট। 
সেলিন কিয়াজিম* যুক্তরাজ্যের লন্ডনের দুই রেস্তোরাঁ কাইসেরি ও ওকলাভার শেফ ও মালিক সেলিন কিয়াজিম। 
সাওরি ইচিহারা* সুইডেনের রাজধানী স্টকহোমের রেস্তোরাঁ ইচি’র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান শেফ সাওরি ইচিহারা। 
পাজ লেভিনসন* ফ্রান্সের অ্যান সোফি পিক রেস্টুরেন্ট গ্রুপের শেফ পাজ লেভিনসন। 


সূত্র: সিএনএন ট্রাভেল