শেরপুরে চলছে গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্যবর্ধন

Sherpur Navy Secretary Pic-2শেরপুর জেলার পর্যটন স্পট গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলছে। জেলা প্রশাসনের পরিকল্পনায় ২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

শনিবার (৯ মার্চ) দুপুরে এই অবকাশ কেন্দ্রে ১ নং লেক পুনঃখননের কাজ উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ। পর্যটকদের সুবিধার্থে সেখানে কয়েকটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

নৌ-পরিবহন সচিব বলেছেন, ‘গজনী অবকাশ কেন্দ্র দিয়েই শেরপুর জেলা সমধিক পরিচিত। এখানকার পাহাড় ও শালবন আর বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের বসবাসের সুবাদে এই অঞ্চল পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে।’

লেক পুনঃখননের কাজ উদ্বোধনের সময় আরও ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব, স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল হক মামুন, এনডিসি মেজবাউল আলম ভূঁইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।