সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের সঙ্গে বাংলাদেশ

এসএটিএসাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের (এসএটিএ) সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বসবে এর চতুর্থ আসর। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) এই তথ্য জানিয়েছে। 

ইতোমধ্যে পুরস্কারটির মনোনয়নের দুয়ার উন্মুক্ত করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন করতে পারবে বাংলাদেশের যেকোনও হোটেল ও রিসোর্ট। এজন্য এসএটিএ’র ওয়েবসাইটে মনোনয়নপত্র পূরণ করতে হবে।
২০১৬ সালে প্রথমবার দক্ষিণ এশীয় অঞ্চলের পর্যটন খাতে অবদানের জন্য দেওয়া হয় সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস। এবার ১০টি সেগমেন্টে ৩৭টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপালের বিভিন্ন ব্র্যান্ড ও সংগঠন এই পুরস্কারের সঙ্গে যুক্ত।
গত ১১ মার্চ এসএটিএ’র একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছিল। তখন বিহা ছাড়াও বাংলাদেশ পর্যটন বোর্ড ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।