ছবিতে বিশ্বের শীর্ষ ১০ সুখী দেশ

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ২০১৯ সালের শীর্ষ ১০ সুখী দেশের তালিকা প্রকাশিত হলো। ১৫৬টি দেশে চালানো এক সমীক্ষা অনুযায়ী এটি তৈরি হয়েছে। সেইসব দেশের নাগরিকরা নিজেদের কতটা সুখী মনে করেন, তাদের জীবনের প্রত্যাশা, স্বাধীনতা, মাথাপিছু আয় ও দুর্নীতির মাত্রা দেখে র‌্যাংকিংটি সাজানো হয়েছে। তালিকায় টানা দ্বিতীয়বারের মতো এক নম্বরে আছে ফিনল্যান্ড। সেরা দশে ইউরোপের বাইরে কেবল কানাডা ও নিউজিল্যান্ড স্থান পেয়েছে।

বিশ্বের শীর্ষ ১০ সুখী দেশ

১. ফিনল্যান্ড

২. ডেনমার্ক
৩. নরওয়ে
৪. আইসল্যান্ড
৫. নেদারল্যান্ডস
৬. সুইজারল্যান্ড
৭. সুইডেন
৮. নিউজিল্যান্ড
৯. কানাডা
১০. অস্ট্রিয়া


ফিনল্যান্ড১. ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। বিশ্বের সবচেয়ে শান্ত শহরগুলোর মধ্যে এটি অন্যতম। সেখানকার আবহাওয়ায় সারাবছরই সহনীয় শীতলতা থাকে।
ডেনমার্ক২. ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের মিশেলিন তারকাখচিত রেস্তোরাঁ ‘নোমা’ আন্তর্জাতিকভাবে জনপ্রিয়। ভোজনরসিক ডেনিশদের কাছে সেখানকার নানান রেস্তোরাঁর খাবার বেশ উপভোগ্য। বিশেষ করে নাইহেভেনের ফুটপাতে হট ডগস খাওয়ার পাশাপাশি হেঁটে বেড়ালে দারুণ লাগে। 
নরওয়ে৩. সুমেরুবৃত্তের ওপর পাহাড়-পর্বত ও সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত নরওয়ে। দেশটির জেলে সংস্কৃতি আর ওই অঞ্চলের সমুদ্র-দস্যুদের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।
আইসল্যান্ড৪. আইসল্যান্ডে রয়েছে চোখধাঁধানো ঝরনা ও ঊষ্ণ বসন্তের ছোঁয়া। দেশটির কিরকুফেত পর্বতের পরিচিতি দুনিয়াজোড়া। 

নেদারল্যান্ডস৫. নেদারল্যান্ডসে ঋতু কোনও মুখ্য নয়, দেশটির রাজধানী আমস্টারডামের বেশিরভাগ বাসিন্দা সারাবছরই সাইকেল নিয়ে চলাফেরা করেন। পর্যটকদের জন্য আরামে সময় কাটানোর জন্য সেখানকার খাল-বিল জুতসই। 
সুইজারল্যান্ড৬. ছবিতে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের ষোড়শ শতাব্দীতে স্থাপিত মনোমুগ্ধকর শিলো ক্যাসেল। লেক জেনেভার তীর হিসেবে সুপরিচিত দেশটি। 
সুইডেন৭. সুইডেনের রাজধানী স্টকহোমের ওল্ড টাউনে হেঁটে বেড়ালে চোখে পড়বে নয়নাভিরাম স্টরটরগেট স্কয়ার। ত্রয়োদশ শতকে ওল্ড টাউনই ছিল সেখানকার মূল শহর।

নিউজিল্যান্ড৮. ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা হলেও নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষের মধ্যে একতা কাজ করে। তারা সামাজিক সমর্থন ধরে রাখার পাশাপাশি উদারতা দেখায়। তাই সুখী দেশের তালিকায় এটি আছে আট নম্বরে। ছবিতে দেখা যাচ্ছে অকল্যান্ডের মুক্ত আকাশ। 

কানাডা৯. উত্তর-দক্ষিণ মিলিয়ে আমেরিকার একমাত্র দেশ হিসেবে কানাডা জায়গা পেয়েছে তালিকায়। দেশটিতে সুরক্ষিত অনেক প্রাকৃতিক পার্ক আছে। এর মধ্যে আলবার্টার বানফ ন্যাশনাল পার্ক অন্যতম। 



অস্ট্রিয়া১০. ‘সাউন্ড অব মিউজিক’ খ্যাত ট্রাপ পরিবারের বাসস্থান হিসেবে অস্ট্রিয়ার সালজবার্গ শহর বেশি পরিচিত। সুরের জাদুকর মোৎসার্টের বাড়িও সেখানে। ছবিতে দেখা যাচ্ছে মিরাবেল গার্ডেনস। এর পেছনে রয়েছে ঐতিহাসিক হোহেনসালজবার্গ দুর্গ। 

সূত্র: সিএনএন