পৃথিবীর কয়েকটি ব্যয়বহুল হোটেল-রিসোর্ট

হোটেল বা রিসোর্টের প্রতি রাতের ভাড়া কত হতে পারে? আর যাই হোক, ১ লাখ মার্কিন ডলার অর্থাৎ ৮৪ লাখ ৩৮ হাজার টাকা হতে পারে তা ক’জনই বা ভাববেন! ফিলিপাইনে নতুন চালু হওয়া বানওয়া প্রাইভেট আইল্যান্ডে এই আকাশচুম্বি ভাড়াই নেওয়া হচ্ছে। এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রিসোর্ট এটাই। অত্যন্ত ব্যয়বহুল এমন অনেক হোটেল-রিসোর্ট আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কোনোটি আস্ত দ্বীপে একমাত্র ভিলা, আবার কোনোটি শুধুই তারকামানের একটি হোটেলের স্যুট। একঝলকে জেনে নিন সেগুলোর টুকরো তথ্য।

নেকার আইল্যান্ডের গ্রেট হাউস রুম১. নেকার আইল্যান্ড: ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত সম্পত্তি এটি। প্রতি রাতের ভাড়া ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

প্রেসিডেন্ট উইলসন হোটেলের দ্য রয়েল পেন্টহাউস স্যুট২. দ্য রয়েল পেন্টহাউস স্যুট: সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত প্রেসিডেন্ট উইলসন হোটেলের কক্ষ এটি। প্রতি রাতের ভাড়া ৭৫ হাজার মার্কিন ডলার।

দ্য মার্কের ফাইভ বেডরুম টেরেস স্যুট৩. ফাইভ বেডরুম টেরেস স্যুট: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দ্য মার্ক হোটেলের কক্ষটির প্রতি রাতের ভাড়া ৭৫ হাজার মার্কিন ডলার।

মার্টিনেজ গ্র্যান্ড হায়েট হোটেলের পেন্টহাউস স্যুট৪. পেন্টহাউস স্যুট: ফ্রান্সের কান শহরে অবস্থিত মার্টিনেজ গ্র্যান্ড হায়েট হোটেলের এই কক্ষের প্রতি রাতের ভাড়া ৫৩ হাজার ২০০ মার্কিন ডলার।

ফায়েনা হোটেলের পেন্টহাউস৫. পেন্টহাউস: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের ফায়েনা হোটেলের এই কক্ষের প্রতি রাতের ভাড়া ৫০ হাজার মার্কিন ডলার।

বাহামাসের মুশা কে আইল্যান্ড৬. মুশা কে: ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামাসে জাদুশিল্পী ডেভিড কপারফিল্ডের মালিকানাধীন ১৫০ একরের দ্বীপটিতে প্রতি রাতের ভাড়া ৪২ হাজার মার্কিন ডলার।

ফিজির লকালা আইল্যান্ডে হিলটপ ভিলা৭. হিলটপ ভিলা: ফিজিতে লকালা আইল্যান্ডে অবস্থিত এই থাকার জায়গায় প্রতি রাতের ভাড়া ৪৫ হাজার মার্কিন ডলার।
সূত্র: ডেইলি মেইল