মেঘের বিরল আকৃতি

ভার্জিনিয়ার আকাশে মেঘের বিরল রূপকী দারুণ! মেঘের বিরল রূপ-ধারণ দেখে ভ্রমণপ্রেমীদের মুখ থেকে হয়তো এমন মুগ্ধতা বেরিয়ে এসেছে। গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জলাধার স্মিথ মাউন্টেন লেকে মেঘের অভূতপূর্ব আকৃতি দেখা যায়। তখন মনে হচ্ছিল যেন আকাশে সাগরের ঢেউ! সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করেন অনেকে।

সাধারণত চঞ্চল আবহাওয়ায় এ ধরনের মেঘ খুব একটা অন্যরকম আকার ধারণ করে না। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক থাকলে ‘কেভিন-হেলমহোলজ ওয়েভস’ নামের প্রাকৃতিক ঘটনার মাধ্যমে এমন রূপ তৈরি হয়ে থাকে।

আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বর্ণনায়, স্থিতিশীল আবহাওয়া থাকে এমন অঞ্চল জুড়ে বাতাসের মাধ্যমে আকাশে লম্বালম্বি ঢেউ তৈরি হয়ে থাকে। বলাবাহুল্য, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ভিন্ন গতি থাকে। তখন তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক থাকলে এমন আকর্ষণীয় মেঘ তৈরি হয়।

সূত্র: সিএনএন