নগরে জলের ওপর আলোছায়ার খেলা (ভিডিও)

রাতে হাতিরঝিলসারাদিন কাজের পর সন্ধ্যায় ঘরে ফেরার তাড়া না থাকলে রাজধানীর হাতিরঝিল হতে পারে মানসিক প্রশান্তির দারুণ সুযোগ। ঘনসবুজ আর নানান প্রজাতির গাছের ছায়া পল্লবিত হাতিরঝিল যেন রাতে মায়াবী রূপ নেয়। এই আষাঢ়ের রাত্রিতে মিহি বাতাসে ইঞ্জিনচালিত নৌকায় উপভোগ্য সময় কাটে।

ঝিলের জলে ভেসে নৌকায় বসে দেখা যায় আকাশে তারার মিতালী। নগরীর যানজট আর কর্মব্যস্ত সময়ে জলের ওপর নৌকায় মানুষের ছুটে চলা রঙিন হয়ে ধরা দেয়।

হাতিরঝিলের এফডিসি ঘাট, রামপুরা ঘাট, পুলিশ প্লাজা ও গুলশান-১ নম্বর লেকঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা ছাড়ে। জলে ভাসতে শুধু টিকিট কাটলেই চলে।

২০১৩ সালের ২ জানুয়ারি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় হাতিরঝিল। নাগরিক জীবনে এটি এখন অনেকের কাছে চিত্তবিনোদনের কাঙ্ক্ষিত জায়গা।