ইউএস-বাংলা এয়ারলাইনস ও হালট্রিপের মধ্যে চুক্তি

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে কেক কেটেছেন ইউএস-বাংলা ও হালট্রিপের কর্মকর্তারাঅনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করলো বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ব্যবসায়িক অগ্রযাত্রার অংশ হিসেবে যাত্রীদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্য তাদের।

চুক্তিতে স্বাক্ষর করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন ও হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক তাজবির হাসান।

সম্প্রতি ঢাকার বারিধারায় ইউএস-বাংলা গ্রুপের করপোরেট অফিসে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুটের মধ্যে কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে এই সংস্থা।

অন্যদিকে ২০১৭ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে হালট্রিপ। ভ্রমণকারীদের টিকিট ও হোটেল বুকিং সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।