ঢাকায় ম্যারিয়ট নিয়ে এলো রেনেসাঁ হোটেল

রেনেসাঁ ঢাকা গুলশানের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টরারাজধানীতে দেশ-বিদেশের পর্যটকদের জন্য রয়েছে অনেক আকর্ষণ। বুড়িগঙ্গা নদীর অপূর্ব রূপ, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলসহ অনেক কিছু উপভোগ করা যায় ঢাকায়। তাদের সুবিধার্থে বাংলাদেশে পা রাখলো ম্যারিয়ট ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড রেনেসাঁ হোটেল। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে এর উদ্বোধন হলো। হোটেলটির নাম ‘রেনেসাঁ ঢাকা গুলশান’।

বাংলাদেশে রেনেসাঁ হোটেলের পরিচালনা প্রতিষ্ঠান প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবালের আশা, ‘সর্বোচ্চ পর্যায়ের সেবা প্রদানের মাধ্যমে এই শহরে পর্যটকদের জন্য মনোমুগ্ধকর নতুন হোটেলটি হতে যাচ্ছে তীর্থস্থান।’

রেনেসাঁ ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার জেরোমি লিয়েনার্ট বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস, স্বদেশি দৃষ্টিভঙ্গিতে অত্যাধুনিক ডিজাইনের হোটেলটি পর্যটকসহ সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।’

রেনেসাঁ ঢাকা গুলশানঅনুষ্ঠানে আরও ছিলেন ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীরাজ গোভিল, প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈন ইকবাল।
রাজধানীর আরও তিনটি পাঁচতারকা হোটেল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের নাম। এর মধ্যে ঢাকায় শেরাটনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অন্য দুটি হোটেল হলো দি ওয়েস্টিন ও লা মেরিডিয়েন।     
ছবি: চৌধুরী আকবর হোসেন