দেশীয় সংস্কৃতির ছোঁয়ায় নতুন পাঁচতারকা হোটেল (ভিডিও)


প্রতিটি রুমে বিছানো কার্পেটে শাপলা ফুলের ছাপ। দেয়ালে হস্তশিল্পের মাধ্যমে প্রস্তুত করা বুননচিত্র। ব্যাঙের শো-পিসসহ রুম জুড়ে দেশীয় আবহ। বেডের হেডবোর্ড জামদানির কাজ দিয়ে সাজানো। রুমের সোফার বালিশে রয়েল বেঙ্গল টাইগারের চিত্র। অভ্যর্থনা ডেস্কে ডিজিটাল লাইটে প্রদর্শিত হচ্ছে সবুজ রঙা বাঘ। রাজধানীতে চালু হওয়া নতুন পাঁচতারকা হোটেল ‘রেনেসাঁ ঢাকা গুলশান’ এমন স্বদেশি দৃষ্টিভঙ্গিতে অত্যাধুনিক ডিজাইনে সাজানো হয়েছে।

রেনেসাঁ ঢাকা গুলশান পুরোপুরি ধূমপানমুক্ত। এটি পরিচালনার দায়িত্বে আছে প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। আন্তর্জাতিক ব্র্যান্ড ‘রেনেসাঁ হোটেল’ ঢাকায় এনেছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।

রেনেসাঁ ঢাকা গুলশানে আছে ৯টি শাখার মোট ২১১টি রুম। দৃষ্টিনন্দন লবি থেকে শুরু করে সবখানে সমসাময়িক ঢঙে দেশীয় সংস্কৃতির ছোঁয়া রাখা হয়েছে।

লবির একপাশে রয়েছে ফরাসি ঢঙের গুলশান বেকিং কোম্পানি (জিবিসি)। এখানে চা-কফির সঙ্গে পাওয়া যাবে নানান স্বাদের খাবার। জিবিসিতে বসার জায়গাটি ফুল আকৃতির। ভোজনরসিকদের জন্য আকর্ষণীয় হবে হোটেলটির ‘বাহার’। খাবারের জন্য আরও আছে জ্যাজ বার ‘সিয়ার’ ও পুলসাইড রেস্টুরেন্ট।

অবসর কাটাতে রয়েছে ফিটনেস সেন্টার। রুফটপ পুলে গা ভেজানোর সময় দেখা যাবে নাগরিক আকাশ। বিলাসবহুল স্পা সুবিধা রয়েছে হোটেলটিতে। নারী-পুরুষের জন্য মিলবে আলাদা স্যালুন। আশা করা হচ্ছে, দারুণ সেবার সুবাদে মনোমুগ্ধকর নতুন হোটেলটি হয়ে উঠবে অতিথিদের তীর্থস্থান।

ভিডিও প্রতিবেদন: চৌধুরী আকবর হোসেন, ভিডিও সম্পাদনা: মুন্না