সুইজারল্যান্ডের বিখ্যাত পর্বতের লাইট শোতে ঘরে থাকা ও আশার বার্তা

সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বতবিশ্বের ধনী রাষ্ট্র সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত পর্বতের নাম ‘ম্যাটারহর্ন’। পর্বতারোহীসহ পর্যটকরা এর সৌন্দর্যে বিমোহিত হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সংখ্যা নেমে গেছে শূন্যের কোটায়।
সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বতএখন প্রতিদিন সন্ধ্যায় লাইট শোর মাধ্যমে ম্যাটারহর্ন পর্বতে কোভিড-১৯ প্রাদুর্ভাব সম্পর্কিত বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজ ‘স্টে হোম’ (ঘরে থাকুন) হ্যাশট্যাগ জ্বলে উঠছে তো কাল আলোকরশ্মিতে ফুটে উঠছে ‘হোপ’ (আশা) হ্যাশট্যাগ। এসবের সঙ্গে প্রদর্শিত হচ্ছে সুইস পতাকা।

সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বতম্যাটারহর্নের নিচে অবস্থিত জেরমাত জনপ্রিয় পর্যটন গন্তব্য। এর স্কি ঢালগুলোতে এখন কোনও পর্যটক নেই। পুরো সুইজারল্যান্ডে একই চিত্র।
সুইস সরকার জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপের চার সপ্তাহ পেরিয়েছে। এ কারণে দুই বাণিজ্য মেলা ‘জেনেভা মোটর শো’ ও ‘বাসেলওয়ার্ল্ড ওয়াচ অ্যান্ড জুয়েলারি শো’ বাতিল হয়েছে। ১১ দিন ধরে সব পানশালা, ক্যাফে, রেস্তোরাঁ ও নন-ফুড শপ বন্ধ।
সুইজারল্যান্ডের ম্যাটারহর্নখ্রিস্টানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে সুইস পঞ্জিকায় অন্যতম। এ সময় পর্বতের বরফ গলতে শুরু করে, আবহাওয়া হয়ে ওঠে উষ্ণ। উৎসবটি উদযাপন করতে দক্ষিণ সুইজারল্যান্ডের দ্বীপ টিকিনোতে ভিড় জমায় অসংখ্য ভ্রমণপিয়াসী। কিন্তু জায়গাটি করোনাভাইরাস গ্রাস করায় এবার (১২ এপ্রিল) কেউই সেখানে যাবে না।

এদিকে সুইজারল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আর দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন গন্তব্য জেরমাততথ্যসূত্র: বিবিসি