দুপুর ১২টায় বিশ্বের বিভিন্ন শহর

ঘড়ির কাঁটায় দুপুর ১২টা। বিশ্বের সব দেশেই এ সময়ে সাধারণত খুব ব্যস্ততা থাকে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনে সবখানেই নীরবতা। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের আলোকচিত্রীরা পৃথিবীর বিভিন্ন শহরে নির্জনতার ছবি তুলেছেন। সবই দুপুর ১২টায় তোলা।

গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল* যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ম্যানহাটানে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল

ওয়াশিংটন, ডিসি* যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডিসি

ভেনেজুয়েলার কারাকাসে বলিভার অ্যাভিনিউ* ভেনেজুয়েলার কারাকাসে বলিভার অ্যাভিনিউ

ওয়েস্টমিনস্টার ব্রিজ ও হাউস অব পার্লামেন্ট* যুক্তরাজ্যে লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে হাউস অব পার্লামেন্ট।

বার্লিনে ব্র্যান্ডেনবুর্গ গেট* জার্মানির বার্লিনে ব্র্যান্ডেনবুর্গ গেট।

ক্রেমলিন ও সেন্ট বাসিলের বৃহৎ গির্জা* রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিন ও সেন্ট বাসিলের বৃহৎ গির্জা।

স্টেট হার্মিটেজ জাদুঘর* রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্যালেস স্কয়ারের সামনে স্টেট হার্মিটেজ জাদুঘর।

কিয়েভে ইন্ডিপেন্ডেন্স স্কয়ার* ইউক্রেনের কিয়েভে ইন্ডিপেন্ডেন্স স্কয়ার।

ইরাকের নাজাফের একটি বাজার* ইরাকের নাজাফে ইমাম আলি মাজারের কাছে একটি বাজার।

উত্তর গাজায় একটি সৈকত* ফিলিস্তিনের উত্তর গাজায় একটি সৈকত।

আম্মানের একটি রোমান থিয়েটার* জর্ডানের রাজধানীর আম্মানের একটি রোমান থিয়েটার।

বৈরুতে শহীদদের স্মরণে স্কয়ার* লেবাননের বৈরুতে শহীদদের স্মরণে স্কয়ার।

কায়রোর তাহরির স্কয়ার* মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ার।

ব্যাংককে গ্র্যান্ড প্যালেস* থাইল্যান্ডের ব্যাংককে গ্র্যান্ড প্যালেস।

টোকিওর শিবুয়া ক্রসিং* জাপানের টোকিওতে বিখ্যাত শিবুয়া ক্রসিং।