ফুলে ফুলে আশায় বুক বেঁধেছে ডাচ পরিবার

ডাচ ড্যাফোডিলসনেদারল্যান্ডসে বর্ণিল টিউলিপের বাগান দেখতে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক ভিড় করে। কিন্তু করোনাভাইরাসের কারণে সব দেশেই এখন ভ্রমণে বিধিনিষেধ রয়েছে। এ কারণে কারও মধ্যে বেড়ানোর পরিকল্পনা নেই বললেই চলে। তাই এবার পরিব্রাজকদের মিস করছে ইউরোপের এই দেশ।

নেদারল্যান্ডসের পশ্চিম উপকূলীয় অঞ্চল হল্যান্ডে একটি ডাচ পরিবারের টিউলিপ ফুলের বাগান আছে। এর নাম ‘ডাচ ড্যাফোডিলস’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের একটি পেজ রয়েছে। এতে একটি পোস্ট দিয়ে আশাব্যঞ্জক বার্তা দিয়েছে তারা।

এ বছর দেশটির ফুল দেখা মিস করে হতাশ ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে ‘ডাচ ড্যাফোডিলস’। তাদের কথায়, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের এই বার্তা দেওয়ার জন্য টিউলিপকে বেছে নিলাম!’

ইউরোপসহ বিশ্বের সব টিউলিপ উৎসব নিয়ে ট্রাভেল ব্লগ ‘টিউলিপস ইন হল্যান্ড’ কর্তৃপক্ষের সহায়তায় টিউলিপের বাগানে ফুলের ওপর পরিবারটি লিখেছে, ‘সি ইউ নেক্সট ইয়ার’ (দেখা হবে আগামী বছর)। এর সঙ্গে আছে হৃদয় আকৃতি।

ডাচ ড্যাফোডিলসফেসবুকে ‘ডাচ ড্যাফোডিলস’ কর্তৃপক্ষ আরও লিখেছে, ‘আমরা আশা করি, লেখাটি দেখে আপনাদের দিন কিছুটা হলেও আলোয় ভরে উঠবে। সবার সঙ্গে পরের বছর দেখা হওয়ার আশায় বুক বাঁধলাম! অনেক ভালোবাসা রইলো।’

আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, নেদারল্যান্ডসে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ৭০০ মানুষের।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকেই পৃথিবীব্যাপী পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক দেশে বিদেশি নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে। এ কারণে অসংখ্য হোটেল ও ভ্রমণ-সংশ্লিষ্ট শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।