বিশ্বজুড়ে রাতের আকাশ আলোকিত করলো সুপারমুন

বিশ্বজুড়ে রাতের আকাশ আলোকিত করেছে সুপারমুনচাঁদ মাঝে মধ্যে পৃথিবীর খুব কাছে অবস্থান করে। তখন চাঁদকে পৃথিবীর চেয়ে তুলনামূলকভাবে অনেক বড় ও উজ্জ্বল দেখায়। চাঁদের এই অবস্থার নাম সুপারমুন। বিশ্বজুড়ে ৮ মে আকাশ পানে চেয়ে এই আকর্ষণীয় দৃশ্য উপভোগ করেছেন অনেকে। এ সময় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। মহাকাশে উপগ্রহ যখন পৃথিবীর নিকটতম স্থানে পৌঁছায় তখন সুপারমুনের অবতারণা ঘটে। পৃথিবীর বিপরীত দিকে সূর্যের দিকে তখন এটি অবস্থান করে। এ বছরের তৃতীয় ও চূড়ান্ত এই সুপারমুন বসন্তে দেখা দেওয়ায় ‘ফ্লাওয়ার মুন’ হিসেবে পরিচিত।


লন্ডনের প্রিমরোজ হিল* সুপারমুন উপভোগ করতে যুক্তরাজ্যে লন্ডনের প্রিমরোজ হিলে জড়ো হন অনেকে।
ইস্তানবুলে জামলিকা মসজিদ* তুরস্কের ইস্তানবুলে জামলিকা মসজিদের ওপরে দেখা যাচ্ছে সুপারমুন।
আয়ারল্যান্ডের ডাবলিন বে* আয়ারল্যান্ডের ডাবলিন বে থেকে সুপারমুনের অপূর্ব দৃশ্য।

ইসরায়েলের রুহামায় বনরক্ষীর টাওয়ার* ইসরায়েলের দক্ষিণে রুহামায় বনরক্ষীর টাওয়ারের আকাশে সুপারমুন যেন ছবির মতো আঁকা। 

ইতালির নেপলস শহরের মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি* ইতালির নেপলস শহরের মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরির পেছনে লাল রঙা সুপারমুনের উদয়।

টোকিওর স্কাইট্রি ভবন* জাপানের রাজধানীতে টোকিও স্কাইট্রি ভবনের একপাশে সুপারমুন।
তথ্যসূত্র: বিবিসি