বর্ষায় থই থই পদ্মার পানি, আঁকাবাঁকা নদীর গতিধারা আকর্ষণীয়। শরতে নদীতীরে ও নদীর মাঝে জেগে থাকা চরে কাঁশফুল ফোটে। পদ্মার বুকে ডিঙি ও ইঞ্চিনচালিত নৌকায় চড়ে বেড়ান ভ্রমণপিয়াসীরা। নৌকায় চলে বাউল গান। নদীকে পেছনে রেখে রক্তিম সূর্য ডুবে যাওয়ার ক্ষণকে সেলফি ধরে রাখতে মেতে ওঠেন অনেকে।
ঘাট ও নদীর পাড়ে হরেক রকম খাবারের স্বাদ নেওয়া যায়। ফুসকা, বাদাম, ঝালমুড়ি, হালিম, চটপটির ক্রেতা বেশি দেখা যায়। টেনিস বল ছোড়ার খেলা ও ইয়ারগান দিয়ে বেলুন ফোটানোর আনন্দ তো আছেই।
পাবনা শহর থেকে শিলাইদহ ঘাটে যাওয়ার যাতায়াত ব্যবস্থা হিসেবে আছে রিকশা, অটোরিকশা, অটো সিএনজি, প্রাইভেট কার, মোটরসাইকেল, পায়ে টানা ও ব্যাটারিচালিত অটোভ্যান। কোমরপুর ও বাংলাবাজার লঞ্চঘাট থেকে গ্রামের মাঝ দিয়ে সরু ও বাঁকা রাস্তা চলে গেছে। বাংলা সাহিত্যের চিরচেনা কবি প্রয়াত ওমর আলীর গ্রাম পেরোলেই শিলাইদহ ঘাট।
কয়েকজন তরুণের মন্তব্য, শিলাইদহ ঘাট এককথায় অপূর্ব। নদীবেষ্টিত হওয়ায় এখানকার সৌন্দর্য অপার। কিন্তু এখানে নিয়মশৃঙ্খলার অভাব রয়েছে। যানবাহন রাখার নির্ধারিত কোনও স্থান নেই। এক্ষেত্রে নিয়মকানুন থাকলে পরিবেশ ভালো হতো বলে মনে করেন তারা।
প্রায় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা নির্বাহের অবলম্বন শিলাইদহ ঘাট। তাদেরই কয়েকজন বাংলা ট্রিবিউনকে জানান, প্রতি শুক্রবার ভিড় থাকে বেশি। তাদের মতে, সরকারিভাবে এই স্থান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। একইসঙ্গে পাবনাবাসী চিত্তবিনোদনের সুযোগ পাবেন।