কিশোরগঞ্জের হাওরে নয়নাভিরাম অল ওয়েদার রোড (ভিডিও)

কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা। উপজেলা তিনটির সংযোগ ঘটিয়েছে ৪৭ কিলোমিটারের অল ওয়েদার রোড। বর্ষাকালে দু’পাশে অথৈ জলের মাঝে দিগন্তজোড়া সড়কটি দেখতে এককথায় মনোমুগ্ধকর। 
১ হাজার ২৬৮ কোটি টাকা ব‌্যয়ে নির্মিত অল ওয়েদার সড়কের দু’পাশে থই থই জল। আকাশে সাদা মেঘের ভেলা মনকাড়া। মেঘ ও জলের মিতালী চমৎকার। 

সকাল, দুপুর ও গোধূলিবেলায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে হাওর। দলবেঁধে উড়ে বেড়ায় পাখিরা। হাওরাঞ্চলে ছবির মতো ভাসে জেলেদের মাছ ধরার নৌকা। দূরের ছোট ছোট গ্রাম যেন একেকটি দ্বীপ। স্বচ্ছ জলে অস্তগামী সূর্যের আভা মোহনীয়। 
প্রাকৃতিকভাবেই হাওরের সৌন্দর্য‌ নয়নাভিরাম। সারাবছর চলাচল উপযোগী অল ওয়েদার রোড নতুনমাত্রা যোগ করেছে। তাই কিশোরগঞ্জের হাওর হয়ে উঠতে পারে দেশের সেরা পর্যটন গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। 
হাওরে সড়কটির সুবাদে দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণপিপাসুরা বেড়াতে আসেন মিঠামইনে। পর্যটকদের সুবিধার্থে উপজেলা তিনটিতে গড়ে উঠেছে বেশকিছু হোটেল ও রেস্তোরাঁ। ফলে অষ্টগ্রাম বা মিঠামইনে সেরে ফেলা যাবে খাবার-দাবার। 
হাওর এলাকার বাসিন্দাদের আর্থ-সামাজিক ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। ফসল আনা নেওয়া, শিক্ষা, ব্যবসাসহ সবক্ষেত্রে লেগেছে আধুনিকতার ছোঁয়া। 

যেভাবে যাবেন
ঢাকা থেকে কিশোরগঞ্জগামী বাস বা ট্রেনে কিশোরগঞ্জের চামড়া বন্দর ঘাট কিংবা বালিখোলা ঘাটে নামতে হবে। তারপর ট্রলারে মিঠামইন পৌঁছে বেড়ানো যাবে।