ঘুরে আসুন রাষ্ট্রপতির বাড়ি (ভিডিও)

ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ কিশোরগঞ্জে ছিল অনেক গুণীজনের পূর্বপুরুষের ভিটা। তালিকায় আছেন উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, আনন্দ মোহন কলেজের প্রতিষ্ঠাতা আনন্দ মোহন বসু, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও আরও অনেক কীর্তিমান। তাদের কেউ কেউ জন্মেছেন হাওর পাড়েই।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওরবেষ্টিত মিঠামইনে। উপজেলাটির নৌ-ঘাট ও বাজার থেকে হাঁটা দূরত্বে বাড়িটি। চারপাশে গ্রামীণ মনোরম পরিবেশ।

রাষ্ট্রপতির পৈতৃক ভিটার সামনে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। নিরাপত্তাজনিত কারণে বাইরে থেকেই বাড়িটি দেখার সুযোগ মেলে।
বাড়ির সামনে একটি শানবাঁধানো পুকুর। পুকুরটিতে এখন সাধারণ মানুষের নামা বারণ।