শহরের অদূরে শুভ্র কাশফুলের ছোঁয়া (ভিডিও)

ঢাকার খুব কাছে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় দিগন্তবিস্তৃত কাশবন প্রকৃতিপ্রেমীদের মন ছুঁয়ে যায়। চারপাশে মাঠের পর মাঠ কাশফুল ছড়িয়ে রেখেছে শুভ্র সৌন্দর্য। সবুজ ঘাসের আবহে কাশরাজ্যের পরশ স্বস্তি দেয়। আকাশে সাদা মেঘের ভেলার সঙ্গে কাশফুলের মেলা মনোমুগ্ধকর।

কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের কয়েকটি গ্রামে বিশাল এলাকাজুড়ে কাশফুল হাওয়ায় দোল খায়। হিমেল হাওয়ায় কাশের দল দুলে দুলে নাচে।

শুভ্র ফুলের সৌন্দর্য ছড়িয়ে আছে এদিক-ওদিক। তুলতুলে পালকের মতো কাশফুল শহুরে ক্লান্তজীবন ভুলিয়ে মনে এনে দেয় স্নিগ্ধতা।

কাশপ্রকৃতিতে বৈকালিক সময় কাটানো বেশ উপভোগ্য। কাশফুলের সুবাদে শরৎ ঋতু হয়ে ওঠে প্রকৃতিরানী।

অল্প কয়েকদিন পরেই বিদায় নেবে এবারের শরতের কাশময় শুভ্রতা।