ঢাকার অদূরে নান্দনিক শিল্পকর্মে সাজানো অপূর্ব মসজিদ

ঢাকার অদূরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নান্দনিক সাউথ টাউন জামে মসজিদে রয়েছে অপূর্ব স্থাপত্যশৈলী। সুদৃশ্য এই স্থাপনা দেখে চোখ জুড়িয়ে যায়। সাউথ টাউন আবাসিক প্রকল্পে আধা বিঘা জমির ওপর বানানো এটি।

একতলা মসজিদটিতে প্রায় সাড়ে ৬০০ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। এর প্রধান ফটক তিনটি। দুই পাশে আছে আরও দুটি দরজা। চারপাশে দুই স্তরের অনেক জানালা দিয়ে ঢোকে দিনের আলো। পাখির চোখে দেখতে রাজপ্রাসাদ বা জমিদারদের অট্টালিকার মতো।

সাউথ টাউন এখনও জনবিরল এলাকা। চারদিকে শুধু বিস্তৃত মাঠ। এখানে নয়াভিরাম স্থাপনাটি নির্মাণে লেগেছে দুই বছর। এজন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

ঢাকার গুলিস্তান থেকে বাবুবাজার সেতু পেরিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে উঠে যেতে হবে রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুরে নতুন কারাগারের সামনে ডান দিকে সাউথ টাউন প্রকল্প। আবাসন প্রকল্পটির মূল ফটক থেকে কয়েক মিনিট হেঁটে ভেতরে গেলেই চোখে পড়ে মসজিদ।