ভ্রমণপিপাসুদের ভিড়ে মুখর সেন্টমার্টিন (ভিডিও)

আট মাস বন্ধ থাকার পর গতকাল (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার পর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। কেয়ারি সিন্দাবাদ এবং এমভি ফারহান ক্রুজ নামের দুটি জাহাজে চড়ে ৮৪৪ জন পর্যটক সেন্টমার্টিন পৌঁছেছেন।

দ্বীপে পর্যটন ব্যবসায় প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। হোটেল-মোটেল মুখর হয়ে উঠেছে আবারও। সাগরপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণপিপাসুরা।

করোনাভাইরাস মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।

এবারের পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমতি চেয়েছিল দুটি জাহাজ। এমভি কেয়ারি সিন্দাবাদ জাহাজ গত ১ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর এবং এমভি ফারহান ৪ নভেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচলের অনুমতি পেয়েছে।