সৈকতে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মুক্ত হচ্ছে বিজয় দিবসে

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর ভাস্কর্যবালিয়াড়িতে আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর পাশে লেখা– ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেখা যাবে এমন একটি শিল্পকর্ম।

শুধুই বালি দিয়ে গড়া হয়েছে জাতির জনকের ভাস্কর্য। আগামীকাল মহান বিজয় দিবসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে এটি।

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর ভাস্কর্যসৈকতের বালিয়াড়িতে তৈরি হওয়া বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ভাস্কর্য এটি। সৈকতের লাবণী পয়েন্টে এর নির্মাণে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ১০ জন শিক্ষার্থী। এজন্য ব্যয় হচ্ছে প্রায় ৮ লাখ টাকা।

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর ভাস্কর্যমুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় বঙ্গবন্ধুর বালির ভাস্কর্য নির্মাণ করেছে ব্র্যান্ডিং কক্সবাজার। এর সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় বলেন, ‘ধর্মান্ধ ও উগ্রবাদীরা যেন বঙ্গবন্ধুর ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া কিংবা অপসারণের মতো ধৃষ্টতা আর না দেখায়, সেই বার্তা দিতেই সৈকতে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।’

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর ভাস্কর্যকুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। তার মন্তব্য, ‘আমাদের জাতির পিতার ভাস্কর্য বাংলাদেশে থাকবে। পৃথিবী যতদিন আছে ততদিন আমাদের জাতির পিতার অস্তিত্ব থাকবে।’