হলুদে সেজেছে প্রকৃতি (ভিডিও)

সবুজ প্রকৃতিতে যেন লেগেছে আগুন! মাঠের পর মাঠ জুড়ে হলুদে সেজেছে প্রকৃতি। ভোরের শিশির কণা মেখে আর সূর্যের ঝলমলে আলো জড়িয়ে প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করছে দিগন্তজোড়া সরিষা ফুল।

দিগন্তজোড়া হলুদ মুগ্ধ করবে প্রকৃতিপ্রেমীদের ঢাকার একেবারে আশেপাশেই দেখা মিলবে চমৎকার সব সরিষা ক্ষেতের। রূপনগর, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই, কেরানীগঞ্জের দিকে পেয়ে যাবেন বিশাল বিশাল হলুদ ক্ষেত। রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ চোখের সামনে ভেসে উঠবে দিগন্ত বিস্তৃত হলুদ ফুল। সময় করে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে আসতে পারেন।

চলতি পথে চোখে পড়বে এমনই সব সৌন্দর্য

তবে ক্ষেত দেখতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে মাড়িয়ে নষ্ট করবেন না ফুল। অবশ্যই হাঁটবেন ক্ষেতের আইল ধরে।

অবশ্যই হাঁটবেন ক্ষেতের আইল ধরে
দলবেঁধে গিয়ে হইচই করে স্থানীয়দের বিরক্ত করবেন না। ক্ষেতের ভেতরে যাওয়ার আগে অনুমতি নিয়ে নিন। অপচনশীল কিছু ফেলে আসবেন না।