সবজির ক্ষেতে একদিন (ফটোফিচার)

প্রকৃতিপ্রেমীরা মেতেছে সরিষা ফুলের হলুদ সৌন্দর্যে। সরিষা ফুলের সেই ঝলমলে হাসিকে পাত্তা না দিয়ে এবার ডুবেছিলাম শীতের সবজির তাজা সৌন্দর্যে! কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম চর পালপাড়া। নদীর ধারের গ্রামটিতে মাইলের পর মাইল জুড়ে চাষ হচ্ছে শীতের সবজি। মাঠভর্তি ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলির পাশেই শীতের আয়েশি রোদে শুয়ে থাকা মূলা, চালকুমড়া, লাউ দেখতে দেখতে কখন যে চলে এসেছিলাম একেবারে গ্রামের শেষ মাথায়! এগুলো ছাড়াও আছে শিম, মরিচ, পেঁয়াজ, লাল শাক, ভুট্টাসহ আরও কত কত গাছ! পাঠকদের জন্য ফটোফিচারে থাকছে ক্ষেতের তাজা সবজির ঝলক। 

মাঠজুড়ে চাষ হচ্ছে শীতের সবজি

শিম

ঢেঁড়স

ফুলকপি

লাউ

বাঁধাকপি

বেগুন

কচি ডগা মূলা শিম