ইন্টারকন্টিনেন্টালে ‘বৈশাখ শোরগোল’

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বৈশাখী ভোজক’দিন পরেই বাংলা সন ১৪২৬ শুরু হবে। নববর্ষ বরণে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আয়োজন করেছে বাঙালিয়ারা ঢঙের ‘বৈশাখ শোরগোল’। দেশ-বিদেশের অতিথি ও পর্যটকদের জন্য সেখানকার বিভিন্ন রেস্তোরাঁয় থাকছে আকর্ষণীয় অফার।

হোটেলটির লবিতে থাকা ক্যাফে সোশ্যালে আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল থাকবে চটপটি, ফুচকা, বিভিন্ন পুলি পিঠা ও শীতল লাচ্ছি। জনপ্রতি ৬৯৯ টাকা। পহেলা বৈশাখে অতিথিদের জন্য পরিবেশন করা হবে লোকজ সংগীত। ১৪ এপ্রিল আরও থাকবে ঢাকঢোল, মেহেদি ও বাঙালিয়ানা সাজগোজ।

পহেলা বৈশাখে এলিমেন্টস রেস্তোরাঁয় দিনভর থাকছে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকায় বাঙালি ভোজ। এতে স্বাভাবিকভাবেই অতিথিরা পাবেন বাঙালি খাবারের সমারোহ। এর মধ্যে উল্লেখযোগ্য সরিষা ইলিশ, ভাজা ইলিশ, ইলিশ পাতুরি, হাঁস ভুনা, বিফ আচার, খাসি ভুনা, দেশি চিকেন রোস্ট প্রভৃতি।

পাঁচতারকা এই হোটেলের অ্যাসিসট্যান্ট কমিউনিকেশন ম্যানেজার সৈয়দা ফাইকা ফারিয়া জানিয়েছেন, এলিমেন্টসে বৈশাখের জনপ্রিয় খাবার পান্তা ভাতের সঙ্গে পরিবেশন করা হবে আলুভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তাসহ বিভিন্ন ধরনের ভর্তা। ডেজার্ট শাখায় থাকছে পাটিসাপটা পিঠা, গাজরের লাড্ডু, গুড়ের পায়েস ও পেস্ট্রি। গরমে ঠাণ্ডা আমেজের জন্য অতিথিরা বেছে নিতে পারবেন অনেক ধরনের আইসক্রিম।

ইন্টারকন্টিনেন্টালের পরিচালক (মার্কেটিং ও বিজনেস প্রোমোশন্স) শাহিদুস সাদিক জানান, আগামী ১৩ এপ্রিলের জন্য ১৪ হাজার ২৬০ টাকায় পাওয়া যাবে দুই জনের বৈশাখী রুম প্যাকেজ। পরদিন বিকাল ৫টা পর্যন্ত চেক-আউটের সুযোগ থাকবে। হোটেলটির সাজসজ্জায় দেখা যাবে বাঙালিয়ানা। এর আশেপাশে চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি ও রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ উপভোগের সুযোগ রয়েছে।