কর কমাতে পর্যটনমন্ত্রীর সঙ্গে বিহার বৈঠক

পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠকে বিহা’র প্রতিনিধি দলবেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) প্রতিনিধি দল। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে ভ্যাট, ট্যাক্স, আমদানি শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটি কমানোর অনুরোধ করেছেন সংগঠনের নেতারা। ক্ষেত্রবিশেষে এগুলো রহিতকরণের কথা উল্লেখ করেন তারা।

তিন থেকে পাঁচতারকা মানের হোটেলকে রফতানিকারক প্রতিষ্ঠানের মতো নগদ উৎসাহ অর্থ প্রদানের জন্য পর্যটনমন্ত্রীর কাছে সুপারিশ করেছে বিহা। মো. মাহবুব আলী প্রতিনিধি দলটির সব বক্তব্য শোনেন। একইসঙ্গে কর রহিত ও কমানোর ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিহার সভাপতি এইচ, এম, হাকিম আলী, সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড ও রেডিসন ব্লু ঢাকা ও চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক লে. জেনারেল সাব্বির আহমেদ (অব.), প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের মহাব্যবস্থাপক আসিফ আহমেদ।