ভারতের পাঁচতারকা হোটেলের খাবারে কৃমি!

মীরা চোপড়া ও ডাবল ট্রি হিলটনের খাবারভারতের আহমেদাবাদের পাঁচতারকা হোটেল ডাবল ট্রি হিলটনের রেস্তোরাঁর খাবারে কৃমি পাওয়া গেলো! অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন মীরা চোপড়া এই তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রামে ফলোয়ারদের জন্য এ বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, কিটগুলো একটি অমলেট ও হ্যাশ ব্রাউনে কিলবিল করছে।

মীরা লিখেছেন, ‘রুম সার্ভিস থেকে খাবারের অর্ডার দিয়েছিলাম। এরপর এসব কৃমি পেয়েছি। এটা খুবই মারাত্মক ব্যাপার। এ বিষয়কে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এমন বিশাল হোটেলে বড় অঙ্কের টাকা দিয়ে খাবারে কৃমি পাচ্ছি, ভাবা যায়! এক সপ্তাহ ধরে এখানে আছি। কিন্তু মোটেও স্বস্তি বোধ করিনি। এখন বুঝতে পারছি কেন অসুস্থ হয়ে পড়েছি। এবারই প্রথম কোনও রেস্তোরাঁর খাবারে কৃমি দেখলাম।’

ইনস্টাগ্রামের ফলোয়াররা মীরাকে সমর্থন জানিয়ে হোটেলটির বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন। একজন লিখেছেন, তাদের শাস্তি হওয়া উচিত। আরেকজনের মন্তব্য, হোটেলটির ইনস্টাগ্রাম পেজে গিয়ে প্রত্যেক পোস্টে একটি করে ক্রিমির ছবি পোস্ট করলে শিক্ষা হবে।’

২০০৫ সাল থেকে তামিল, তেলুগু ও কান্নাড়া ছবিতে নিয়মিত অভিনয় করছেন মীরা চোপড়া। কলকাতার বাংলা ছবি ‘ভূতের ভবিষ্যত’-এর হিন্দি রিমেক ‘গ্যাং অব গোস্টস’-এ দেখা গেছে তাকে। ৩৬ বছর বয়সী এই তারকার হিন্দি ছবির তালিকায় আরও আছে ‘১৯২০ লন্ডন’ (২০১৬) ও ‘কলঙ্ক’ (২০১৯)। তার হাতে এখন আছে ‘সেকশন ৩৭৫’ ছবিটি। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি। এর গল্প ভারতীয় দণ্ডবিধি ৩৭৫ ধারাকে কেন্দ্র করে।

সম্প্রতি ভারতীয় অভিনেতা রাহুল বোস চণ্ডিগড়ের জেডব্লিউ ম্যারিয়টে একজোড়া কলা কিনে ৪৪২ রুপি দিতে হয়েছে বলে টুইটারে জানান। যদিও ফেডারেশন অব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনস অব ইন্ডিয়া (এফএইচআরএআই) জানিয়েছে, জেডব্লিউ ম্যারিয়ট অনৈতিক কিছু করেনি। সংগঠনটির সহ-সভাপতি গুরবক্সিস সিং কোহলির মন্তব্য, হোটেলটিকে সব পণ্যের ওপর ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। এ কারণে দুটি কলার দাম এত হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস