পর্যটন দিবসকে সামনে রেখে বাংলাদেশ আঞ্চলিক খাবারের উৎসব

69146760_3537953462885361_2942246283605180416_oবিশ্ব পর্যটন দিবস আগামী ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট মাসব্যাপী বাংলাদেশ আঞ্চলিক খাবারের উৎসব আয়োজন করছে। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে এটি চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

ঢাকা রিজেন্সি মনে করে, পান্তা-ইলিশ ও হাজির বিরিয়ানির বাইরেও দেশের সাত বিভাগের অনেক ঐতিহ্যবাহী খাবার আছে, যেগুলো প্রচারণা পেলে দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের আকর্ষণ করবে।

জানা গেছে, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর ঢাকা, ১২ থেকে ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট, ২০ ও ২১ সেপ্টেম্বর বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর এবং ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সারাদেশের আঞ্চলিক খাবারের পসরা বসবে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিয়স রেস্তোরাঁয়।

উল্লিখিত দিনগুলোতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বুফে ডিনারে এসব উপভোগ করতে পারবেন ভোজনরসিকরা।