বঙ্গমাতা গোল্ডকাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল

চুক্তিস্বাক্ষরের পর কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এমএ করিম ও জেমস পি ম্যাকডোনাল্ডবঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হলো ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। রবিবার (৭ এপ্রিল) পাঁচতারকা হোটেলটিতে আয়োজক প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। এর অংশ হিসেবে টুর্নামেন্টের হসপিটালিটি পার্টনার হিসেবে পৃষ্ঠপোষকতা করবে তারা।

চুক্তিতে স্বাক্ষর করেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড ও কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এম এ করিম। চুক্তির ফলে টুর্নামেন্টের সঙ্গে যুক্তদের হোটেলে থাকার বিশেষ সুবিধা দেবে ইন্টারকন্টিনেন্টাল।

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু ও প্রটোকোল অফিসার তুষার ইমরান, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পরিচালক (বিক্রয় ও বিপণন) রেজওয়ান মারুফ, পরিচালক (বিপণন ও বিজনেস প্রমোশন) মো. সাহিদুস সাদিক ও পরিচালক (ফুড অ্যান্ড বেভারেজ) আব্বাস মাতুয়াক, কে-স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ, নির্বাহী পরিচালক মুনতাসির ভূঁইয়া ও চিফ অপারেটিং অফিসার মাহবুবুর রশিদ।

আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে বাংলাদেশসহ মঙ্গোলিয়া, তাজাকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে।