পর্যটন বোর্ডের ছবি প্রতিযোগিতা: পুরস্কার ৯ লাখ টাকা

পর্যটন বোর্ডআলোকচিত্রী ও ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর! তাদের জন্য পর্যটনধর্মী ছবি তোলার প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি)। দেশের বিভিন্ন অঞ্চলের প্রকৃতি, উৎসব ও সংস্কৃতি, মানুষের জীবনমান, হেরিটেজ সাইট ও নতুন পর্যটন কেন্দ্রগুলোর ছবি তুলে পাঠাতে হবে। সব মিলিয়ে পুরস্কারের অঙ্ক ৯ লাখ টাকা।

দুটি বিভাগে ছবি তোলার প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে। এর একটি হচ্ছে পেশাদার ফটোগ্রাফি, অন্যটি হলো জেলা প্রশাসন ফটোগ্রাফি। বাংলাদেশি যেকোনও নাগরিক এতে অংশ নিতে পারবেন।

দুই বিভাগে পৃথকভাবে পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার ২ লাখ টাকা (২টি), দ্বিতীয় পুরস্কার ১ লাখ টাকা (২টি), তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা (২টি), চতুর্থ পুরস্কার ২৫ হাজার টাকা (৪টি)।

নির্বাচিত ১০০টি ছবি নিয়ে পর্যটন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোকচিত্র প্রদর্শনী। এজন্য নির্বাচিত প্রতিটি ছবি পুরস্কার হিসেবে পাবে ১০ হাজার টাকা, অর্থাৎ সব মিলিয়ে ১ লাখ টাকা। 

পর্যটন বোর্ডের বিজ্ঞাপনআজ বুধবার (১০ এপ্রিল) শুরু হওয়া এই ছবি প্রতিযোগিতা চলবে আগামী ১০ মে পর্যন্ত। একজন প্রতিযোগী সর্বোচ্চ পাঁচটি ছবি পাঠাতে পারবেন btbphotography2019@gmail.com ঠিকানায়।

প্রতিযোগিতা অংশ নেওয়ার বিস্তারিত তথ্য জানা যাবে https://bit.ly/2WVbSFe ঠিকানায়।