চা বাগানের সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটনের প্রসার ঘটানো সম্ভব: প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘চা বাগানের সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটনের প্রসার ঘটানো সম্ভব। আমাদের চা বাগানগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হলে এখানে কর্মরত শ্রমিকসহ আশেপাশে বসবাসরত সব মানুষের জীবনমানের উন্নয়ন হতে পারে।’ শুক্রবার (৩ মে) হবিগঞ্জের নালুয়ায় চা বাগান শ্রমিকদের জন্য আয়োজিত ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

মো. মাহবুব আলী বলেন, ‘আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। সরকার চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। চা শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।’
দেশ ও সমাজের সব উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী। মো. মাহবুব আলী বলেন, ‘তরুণরা দেশের সম্পদ। তাদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে দেশের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। তরুণদের সম্পদে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে সরকার। তাদের উন্নয়নে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আধুনিক বাংলাদেশ গঠনে তরুণদের মেধার ব্যবহার নিশ্চিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার একটি সুস্থ সবল তরুণ প্রজন্ম তৈরির জন্য খেলাধুলার উন্নয়নকে সবসময় গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার খেলাধুলার উন্নয়নে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে বলেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন অন্যতম শক্তি।’