মালয়েশিয়া ঘুরে এলেন বাংলাদেশের শীর্ষ ট্রাভেল এজেন্টরা

মালয়েশিয়ার লেগোল্যান্ডে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরাট্যুরিজম মালয়েশিয়া ও রিজেন্ট এয়ারওয়েজের যৌথ উদ্যোগে বাংলাদেশের নির্বাচিত শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্টদের একটি প্রতিনিধি দল সম্প্রতি মালয়েশিয়া ঘুরে এসেছে। ‘মালয়েশিয়া পরিচিতি’ শীর্ষক এই যাত্রায় দেশটির কয়েকটি পর্যটন স্পটে ভ্রমণ করেন তারা। এর মধ্যে ছিল গেন্টিং হাইল্যান্ড, মনোরম জোহর বাহরু, ঐতিহাসিক মালাকা শহর দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী তিঙ্গি দ্বীপ ও রাজধানী কুয়ালালামপুর।

প্রতিনিধি দলটি ট্যুরিজম মালয়েশিয়া ছাড়াও ট্যুরিজম জোহর, ট্যুরিজম মালাকা, গেন্টিং ওয়ার্ল্ড, কেয়ার লাক্সারি, টিএড মেরিন রিসোর্ট, এ’ফ্যামোসা রিসোর্ট, লেগোল্যান্ড পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন শিল্পের প্রসারে বিস্তারিত আলোচনা হয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরাবৈঠকে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা ও সুযোগ-সুবিধা তুলে ধরেছে সফরকারী দেশীয় শীর্ষ এজেন্টরা। দুই দেশের পর্যটন শিল্পের প্রসারে একযোগে কাজ করার বিষয়ে একমত হয় উভয় পক্ষ।

মালয়েশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরারিজেন্ট এয়ারওয়েজের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদের নেতৃত্বে প্রতিনিধি দলে ট্যুরিজম মালয়েশিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শোয়েবের ছিলেন বি-ফ্রেশ, হালট্রিপ, ফ্লাইট এক্সপার্ট, নাইন-জিও, সাইমন ওভারসিস, ডিসকভারি ট্যুরস ও ফ্লেমিঙ্গো ট্রাভেলসের শীর্ষ কর্মকর্তারা।