মহাস্থানগড়ে পর্যটকদের সেবায় ট্যুরিস্ট পুলিশের হেল্পডেস্ক

মহাস্থানগড়ঈদুল আজহায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ হেল্পডেস্ক চালু করেছে। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে ২৩ সদস্যের ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সহযোগিতা করার পাশাপাশি সেখানে টহল দেবে।

ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের ইন্সপেক্টর অলিভ মাহমুদ জানান, মহাস্থানগড়ে আসা পর্যটকদের সার্বিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ আগস্ট হেল্পডেস্কের উদ্বোধন করা হয়েছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের কার্যক্রম চালু থাকবে। হেল্পডেস্কে একজন সহকারী পরিদর্শক (এসআই) ও দু’জন সদস্য থাকবেন। এছাড়া অন্যরা দর্শনীয় স্থানগুলোতে টহল দেবেন তারা।
তবে মহাস্থানগড়ে গত কয়েকদিন পর্যটক সংখ্যা খুব কম ছিল। আশা করা হচ্ছে, ঈদের দিন থেকে তাদের উপস্থিতি বাড়বে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হেল্পডেস্কে সশরীরে না এসেও ০১৭৬৯-৬৯৩০৫১ নম্বরে কল করে সেবা পাওয়া যাবে। বছরের অন্যান্য সময়েও পর্যটকরা প্রয়োজনে ওই নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের কার্যক্রম শুরু হয়।