প্রতি রাতে খোলা থাকবে তাজমহল

তাজমহলপর্যটকদের জন্য সুখবর। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল সূর্যাস্তের পরও প্রতিদিন খোলা থাকবে। শিগগিরই এই নিয়ম চালু হবে। ফলে চাঁদের আলোয় বিখ্যাত এই স্মৃতিস্তম্ভের নান্দনিক সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে সারা বছর।

ভারতের কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানান, রাতেও তাজমহল খোলা রাখার অনেক অনুরোধ এসেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া।

এখন মাসে পূর্ণিমা রাতের আগে-পরে মিলিয়ে মাত্র পাঁচ রাত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনা ঘুরে দেখা যায়। এই পাঁচ রাতে ৪০০ পর্যটক আটটি ব্যাচে (৫০ জন করে) তাজমহল দেখার সুযোগ পায়। ভারতীয়দের ক্ষেত্রে প্রবেশমূল্য প্রাপ্তবয়স্ক ৫১০ রুপি ও শিশু (৩-১৫ বছর) ৫০০ রুপি। বিদেশি পর্যটক হলে প্রতিটি টিকিটের জন্য গুনতে হয় ৭৫০ রুপি।

তাজমহলজানা গেছে, রাতে পর্যটকদের ভিড় সামলাতে তাজমহলের চারপাশ আলোকিত করার পাশাপাশি অবকাঠামোর উন্নয়ন করবে পর্যটন মন্ত্রণালয়। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখন তারা বিভিন্ন বিভাগের অনুমোদন নিতে ব্যস্ত।

সপ্তদশ শতকে মোগল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশে গড়ে তোলেন রাজকীয় সমাধি তাজমহল। এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর অন্যতম। প্রতি বছর সেখানে ৭০-৮০ লাখ ভ্রমণপিপাসু ভিড় করে। দিনে দিনে এর দর্শনার্থীর সংখ্যা বেড়ে চলেছে। বিশ্বের বিভিন্ন শেষের ভ্রমণপ্রেমীরা এই স্থাপনা দেখতে ভারতে আসেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি খোলা থাকে।

তাজমহলসূত্র: এনডিটিভি
আরও পড়ুন-
তাজমহলে তিন ঘণ্টা পেরিয়ে গেলেই খরচ বেশি

তাজমহলের টিকিটের দাম বৃদ্ধি

দিল্লির নতুন পার্কে বর্জ্য দিয়ে বানানো আইফেল টাওয়ার ও তাজমহল