মেঘ-পাহাড়ে সাজানো অপরূপ সাজেক (ভিডিও)


দু’পাশে আকাশচুম্বি পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে বৃক্ষরাজি। দূরের পাহাড়ে মেঘের গড়াগড়ি দেখতে মেঘের রাজ্য সাজেক অতুলনীয়। জ্যোৎস্না রাতের আলোয় কাছে কিংবা দূরের পাহাড়ের ভাঁজে ভাঁজে জেগে ওঠে ঘন সাদা কুয়াশা। এমনই ঘন যে, কুয়াশাকে মনে হয় মেঘের ভেলা। মেঘের ভেলায় ডুবে যাওয়া পাহাড়ের চূড়াকে মনে হবে বিচ্ছিন্ন দ্বীপ।

সাজেক উপত্যকার মূলকেন্দ্র রুইলুই পাড়া থেকে ২০ মিনিটের হাঁটাপথে কংলাক পাড়া। পাংখোয়াদের বসবাস এখানে। কংলাকের পাথরচূড়ায় দাঁড়িয়ে পুরো সাজেক উপত্যকা চমৎকারভাবে একনজরে দেখা যায়। পাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে আকাশ ঘুমায়। কোথাও কোথাও তুলার মতো দলছুট মেঘের স্তূপ ভেসে বেড়ায় পাহাড়ের চূড়ায়, এ যেন স্বপ্নরাজ্য!

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম সাজেক ভ্যালি। তাই দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য এটি। মুক্ত আকাশের নিচে বিশাল সমৃদ্ধ বনভূমির সন্ধান মেলে কেবল সাজেক ভ্যালির পথে।
রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি দিয়ে সাজেকে ভ্রমণ করা সুবিধাজনক। বাঘাইছড়ি উপজেলা থেকে ৩০ কিলোমিটার দূরে সাজেকের পুরোটাই পাহাড়ে মোড়ানো পথ। সড়কপথে দু’তিন ঘণ্টার দূরত্ব। সাজেক ভ্রমণের শুরুটা হয় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ভ্রমণযান মোটরবাইক বা চাঁদের গাড়িতে।

পাণ্ডুলিপি: আহসান রনি, ভিডিও সম্পাদনা: নাঈম সিদ্দিকী