নতুন রুটের সুবাদে শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের ভিড়

শিলিগুড়ি জংশনপশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ফুলবাড়ি ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) চালু হয়েছে। পূজা উদযাপনে অনেক ভ্রমণপ্রেমী বাংলাদেশি এই নতুন রুট ব্যবহার করেছেন এবার। তাদের বেশিরভাগই ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর জেলার বাসিন্দা।

ভারতের বিভিন্ন প্রদেশ ও আন্তর্জাতিক পর্যটকরা দুর্গাপূজা উৎসবে অংশ নিতে পশ্চিমবঙ্গ ভ্রমণে যান। এ তালিকায় দেখা যায় বিপুলসংখ্যক বাংলাদেশিকে। দেবী দুর্গা দর্শনে কলকাতাসহ বিভিন্ন শহর ঘুরে বেড়ান তারা।
প্রতি বছর ভারতের এই রাজ্যে দুই হাজারেরও বেশি পূজামণ্ডপের আয়োজন করা হয়। এর মধ্যে শিলিগুড়িতেই দেখা যায় ৪৩২টি। বর্ণিল মণ্ডপ তৈরির জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকেন দুর্গাপূজার আয়োজকরা। 

শিলিগুড়িবাংলাদেশি কয়েকজনের মন্তব্য, ‘দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব। এ সময় পশ্চিমবঙ্গে পূজা দেখার অভিজ্ঞতা অন্যরকম।’

ভারতের কাস্টমস বিভাগের তথ্যানুযায়ী, ফুলবাড়ি ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) চালুর পর থেকে শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের আসার হার আগের চেয়ে ২০-৩০ শতাংশ বেড়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস