অ্যাটর্নি জেনারেলকে এক মাসের মধ্যে হত্যার হুমকি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমহত্যার হুমকি দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৬৬৯।
সোমবার বিকাল পৌনে ৬টায় শাহবাগ থানায় এই জিডিটি হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মামুন ফরাজী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জিডির বরাত দিয়ে তিনি বলেন, সোমবার দুপুরে পোস্ট অফিসের মাধ্যমে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি কার্যালয়ে তার নামে একটি চিঠি আসে। এতে আগামী এক মাসের মধ্যে অ্যাটর্নি জেনারেলকে হত্যা করা হবে বলে উল্লেখ আছে। এ ঘটনায় অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবির আহমেদ থানায় এসে একটি জিডি করেছেন। পুলিশ জিডির তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, চিঠির প্রেরকের জায়গায় মজনু ও নুরুল ইসলাম নামের দুই ব্যক্তির নাম রয়েছে। সেখানে কিশোরগঞ্জের বাজিতপুরের ঠিকানা উল্লেখ করা হয়েছে। হুমকিদাতারা নিজেদেরকে স্থানীয় জামায়াতের নেতা দাবি করেছে।
ঘটনাটি শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী তদন্ত করবেন বলেও জানান তিনি।

জিডির বরাত দিয়ে পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের পক্ষে জিঠিটি লেখা হয়েছে। চিঠিতে সালাউদ্দিন কাদের চৌধুরী, কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীর নাম রয়েছে। এদের সাজা কার্যকরের জন্য অ্যাটর্নি জেনারেলকে দায়ী করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

চিঠিতে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে লেখা হয়েছে, ‘তোমাকে আমরা ছাড়ব না। ইদানিং লক্ষ করছি, মীর কাসেম আলীর মামলা নিয়ে তুমি বাড়াবাড়ি করছ। আমাদের কিশোরগঞ্জ জেলার নিবাসী হাসান আলীর মামলা নিয়ে বাড়াবাড়ি করছ। তোমাকে খুন করে ফেলব। আর দেলওয়ার হোসেন সাঈদীকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে তোমার বংশের সবাইকে খুন করে ফেলব। তুমি অনেক বাড়াবাড়ি করতেছ। আমি এবং আমার বন্ধু নুরুল ইসলাম মিলে আগামী এক মাসের মধ্যে তোমাকে খুন করে ফেলব। এটি আমাদের প্রতিজ্ঞা। জেনারেল মাহবুবে আলম তুই যা খাওয়ার ইচ্ছা তা খেয়ে নে। তোর সময় খুবই অল্প।’


/এআরআর / এএইচ/
আরও খবর পড়ুন-
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিপাসওয়ার্ড দেওয়া হয় সুইফটের ‘ভুয়া’ প্রতিনিধিকে