রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
ঢাকায় উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন আওয়ামী লীগের এ সংদস সদস্য। তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। সাংবাদিকদের তিনি বলেন, আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
বাঁশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন বাঁশখালীর সংসদ সদস্য মুস্তাফিজের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ ১ জুন ওই সংসদ সদস্য ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।
/এসএনএইচ/ এপিএইচ/