X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ ৪ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৫, ১২:৩৭আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:৪৩

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতার করেছে র‌্যাব-২। সংস্থাটি জানিয়েছে, এদের মধ্যে মো. মোশারফ হোসেন ওরফে আলভি (২৩) নামে একজন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ভাইরাল হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল।

শুক্রবার (৪ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় এই চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্য তিন জন হলো—মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) ও মো. আকাশ হাওলাদার (১৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় সামুরাই অস্ত্র।

এসব তথ্য জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। র‌্যাব জানায়, ডাকাত সদস্যরা মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে চার জনকে আটক করা গেলেও তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। তাদের অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মোশারফ ওরফে আলভির অস্ত্র হাতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যা স্থানীয়ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বলেন, ‘গ্রেফতাররকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে র‌্যাব-২ ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।’

/এবি/ইউএস/
সম্পর্কিত
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
পুলিশের লাঠিপেটায় ২০-৩০ বিডিআর সদস্য আহতের অভিযোগ
শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ, হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগে বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে দুদকে আবেদন
ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগে বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে দুদকে আবেদন
শিবলী রুবাইয়াতের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
শিবলী রুবাইয়াতের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
চীনের কিন্ডারগার্টেনে রঙ মেশানো খাবার, বিষক্রিয়ায় আক্রান্ত ২৩৩ শিশু
চীনের কিন্ডারগার্টেনে রঙ মেশানো খাবার, বিষক্রিয়ায় আক্রান্ত ২৩৩ শিশু
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের