রানা প্লাজা ধস: হাইকোর্টে জামিন চেয়ে ব্যর্থ ইথারের মালিক

রানা প্লাজা ধসরানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি ইথার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌসের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। আসামি পক্ষে ছিলেন নুরুল ইসলাম সুজন।
হত্যা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ ৪১ জনের মধ্যে জান্নাতুল ফেরদৌসও আসামি হিসেবে ছিলেন। এ মামলায় ১৫ মে জান্নাতুল ফেরদৌস বিচারিক আদালতে আত্মসমর্পন করেন। বিচারিক আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করেন এই আসামি। বৃহস্পতিবার ওই বেঞ্চে জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হওয়ায় এখন আসাপিক্ষ অন্য বেঞ্চে জামিন আবেদন করতে পারবেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে ১৩শ ৩৬ জন মারা যান। ভবন ধসে প্রাণহানির ঘটনায় সময় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে একটি মামলা করেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ। এছাড়া ইমারত বিধি মেনে রানা প্লাজা নির্মাণ করা হয়নি- এমন অভিযোগে রানাসহ ১৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল আহমেদ।
/ইউআই /এএইচ/

আরও পড়তে পারেন: জঙ্গিবিরোধী অভিযান চলবে, বাড়ছে না বিশেষ অভিযানের মেয়াদ