ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাময়িক বরখাস্ত





আইন-আদালতপ্রধান বিচারপতি সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যসহ অসংযত ও মিথ্যা অভিযোগ উত্থাপন করায় ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের নির্দেশে আইন সচিব আবু সালেহ মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সাময়িক বরখাস্তের নির্দেশ জানানো হয়। একইসঙ্গে তাকে বিচার কাজ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জুয়েল রানার বিরুদ্ধে মোকদ্দমা পরিচালনায় অস্বাভাবিক কার্যক্রমের অভিযোগের তদন্ত চলছিল।
সূত্র জানায়, ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫-এর বিচারক জুয়েল রানার বিরুদ্ধে দুটি দেওয়ানি মামলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। একইসঙ্গে দুটি দেউলিয়া মোকদ্দমা পরিচালনায় অস্বাভাবিক কার্যক্রমের অভিযোগের প্রমাণ মিলেছে।
প্রতিবেদন পর্যালোচনা করে গত মে মাসে সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি (জিএ কমিটি) বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ সালেহ উদ্দিন আহমদকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতেও বলা হয়।
এরই মধ্যে জুয়েল রানা তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত প্রধান বিচারপতি ও জিএ কমিটির সদস্যগণ রাগ-বিরাগের বশবর্তী হয়ে নিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপতিকে একটি চিঠি দেন। জুয়েল রানার এই চিঠির বিষয়ে গত ২৮ মে সুপ্রিম কোর্টে জিএ কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জিএ কমিটি এ ধরনের চিঠি লেখাকে ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করে। পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জিএ কমিটির ওই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
/ইউআই/এমএনএইচ/