রাজধানীতে জেএমবি’র ছয় সদস্য আটক

রাজধানীতে আটক ৬ জেএমবি সদস্যরাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আটক ব্যক্তিরা হলো- মো. তাজুল ইসলাম ওরফে তাজুল (২৯), জিয়াবুল হক ওরফে জিয়া (২৪), মোস্তাফিজুর রহমান সিফাত (২৭), জাহিদ আনোয়ার পরাগ (২২), নয়ন হোসেন (২১) এবং জাহিদ হাসান মাইন (২১)।

আটক জেএমবি সদস্য মোস্তাফিজুর রহমানমঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চত করেছেন।

রাজধানীতে আটক জেএমবি সদস্যদের কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যতিনি জানান, জেএমবি পরিচালিত AT-TAMKINN জঙ্গি সাইটের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান সিফাত এবং জেএমরিব স্লিপার সেলের পাঁচজনসহ মোট ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

এ বিষয়ে বেলা ১২টায় র‌্যাব সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান মুফতি মাহমুদ খান।

/এআরআর/এসএনএইচ/এসটি/