গত সপ্তাহে মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ঢাকাতে তামিম চৌধুরীর ফুটপ্রিন্ট পাওয়া গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ তামিম ও জিয়ার অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ধারণা, তারা ঢাকাতেই আছে। তাদের গ্রেফতারের চেষ্টা করছি। আপনাদের কাছেও সহায়তা চাওয়া হয়েছে।’
কোনও বাহিনী বা সংস্থার হাতে তাদের গ্রেফতার হওয়ার খবর আপনার কাছে আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের জানা নেই।’
গত ২ আগস্ট পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সংবাদ সম্মেলনে বলেন, তামিম ও জিয়াকে ধরিয়ে দেওয়া বা তথ্য প্রদানকারীকে ২০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
এর আগে পুলিশ জানায়, বরখাস্ত মেজর সৈয়দ মো. জিয়াউল হক আনসার আল ইসলামের হয়ে কাজ করছেন। কানাডিয়ান পাসপোর্টধারী নাগরিক তামিম চৌধুরী গুলশান হামলাসহ বেশকয়েকটি হামলার মূলহোতা হিসেবে কাজ করেছেন।
/এআরআর/এনএস/এআরএল/
আরও পড়ুন: আন্তর্জাতিক জঙ্গিবাদের উত্থানের পর নিও জেএমবি সক্রিয়: মনিরুল ইসলাম