শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ বিশ্বের প্রশংসা অর্জন করেছে: আইজিপি

আইজিপি এ কে এম শহীদুল হকবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের অনন্য অবদান বিশ্ববাসীর অকুন্ঠ সমর্থন ও প্রশংসা অর্জন করেছে। পেশাদারিত্ব, শৃঙ্খলাবোধ ও উঁচু মানের নৈতিকতা বজায় রেখে এ অর্জন ধরে রাখতে হবে।’
বুধবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে দারফুর, হাইতি, কঙ্গো, মালি, আইভরি কোস্ট, দক্ষিণ সুদান মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিট এবং ইউএনপোল কমান্ডারসহ অন্যান্য সদস্যের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
টেলিকনফারেন্সের মাধ্যমে পুলিশ প্রধান মিশনসংশ্লিষ্ট প্রশাসনিক, লজিস্টিক, ওয়েলফেয়ারসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিগনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় বাংলাদেশ পুলিশের দুটি নারী ফর্মড পুলিশ ইনিটের ভূয়সী প্রশংসা করেন। তিনি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তরিকভাবে সচেষ্ট থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বর্তমানে দারফুর, হাইতি, কঙ্গো, মালি, আইভরি কোস্ট, দক্ষিণ সুদান, লাইবেরিয়া এবং সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১৬৩ জন নারী সদস্যসহ এক হাজার ১৪৩ জন পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। নামিবিয়া মিশনের মধ্য দিয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়।

এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৬ হাজার ৭৮০ জন সদস্য বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন ২০ জন বীর পুলিশ সদস্য।

/এনএল/এইচকে/

পড়ুন: ওয়ার ক্রাইম নিয়ে আপনার ইয়ে আমি জানি