স্কুলছাত্রী রিশা হত্যা মামলার আসামি ওবায়দুলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল্লাহ আবু বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। বৃহস্পতিবার ওবায়দুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ওবায়দুলের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আলী হোসেন।
বুধবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে স্কুলটির অষ্টম শ্রেণির ছাত্রী রিশাকে ছুরিকাঘাত করে একটি টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার (২৮ আগস্ট) রিশা মারা যায়।
ছবি: নাসিরুল ইসলাম
/এসআইটি/এইচকে/