ঢামেকে কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু

ঢামেকঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে আবুল কালাম (৫৫) ও মতিউর রহমান (৭০) নামে ওই দুই কয়েদি মারা যায়। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, মৃত অবস্থাতেই ওই দুই কয়েদিকে হাসপাতালে আনা হয়েছিলো।
কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া জানান, মারা যাওয়া দুই কয়েদির মধ্যে আবুল কালাম (৫৫) কুমিল্লার বুড়িচংয়ের বাসিন্দা। তার কয়েদি নম্বর ৮৬৯৬/এ, পিতার নাম আহমদ আলী। সকাল ১১টা ৫০মিনিটে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কালাম মাদকসহ ৬টি মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। দীর্ঘদিন ধরেই সে অসুস্থ ছিলো বলেও জানান তিনি।
অপরদিকে দুপুর ১২টা ৫৫ মিনিটে আরেক কয়েদি মতিউর রহমান রকেটকে (৭০) অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মতিউরের কয়েদি নম্বর ৭০৪৪/এ। লালবাগ কাশ্মীরিটোলার বাসিন্দা, এই কয়েদির পিতার নাম মৃত মুজিবুর রহমান।

কারারক্ষী জাকারিয়া আরও জানান, মারা যাওয়া দুই কয়েদির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এআইবি/এমও/