কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক গ্রেফতার

কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক সফিক-উর-রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাতে মহাখালী ডিওএইচএস-এর বাসা থেকে তাকে গ্রেফতরা করা হয়।দুর্নীতি দমন কমিশন

দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ১১ হাজার ১০০ মেট্রিক টন গম দুর্নীতির মাধ্যমে সাত কোটি ৩৭ লাখ চার হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সফিক-উর-রহমানের বিরুদ্ধে। এ অভিযোগে ১৯৯৮ সালে দায়ের করা দুর্নীতি দমন ব্যুরোর একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি রমনা থানার হেফাজতে রয়েছেন।

/আরজে/এআর/এপিএইচ/