চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরের অভিযোগ

চাঁদাবাজিরাজধানীর আজিমপুরে চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা এক ঠিকাদারকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৯টার দিকে আজিমপুর সরকারি কলোনিতে এ ঘটনা ঘটে। আহত ঠিকাদার রাহাত শিবলী সুমন (৩২) ‘মেসার্স ফ্রেন্ড এন্টারপ্রাইজ’এর মালিক। এ ঘটনায় তিনি লালবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঠিকাদার সুমন জানান, আজিমপুরের একটি নির্মাণাধীন ভবনে পাথর সরবরাহ করেন তিনি। কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু টাকা না দেওয়ায় বুধবার রাতে আজিমপুর সরকারি কলোনিতে হাবিব, রুবেল, শাহীন, মনা, মাসুম, শ্যামল, রাব্বি, জুয়েলসহ ১৫-২০ জন মিলে তাকে মারধর করে। মোবাইল ও গলার চেইনসহ ছিনিয়ে নেয় ৮০ হাজার টাকা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় তার বন্ধু জাবেদ হোসেন।

লালবাগ থানার এসআই বজলু জানান, একজন ঠিকাদার মারধরের অভিযোগ করছেন। বৃহস্পতিবার তদন্তের পর মামলা হতে পারে।

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

সেলফি'র জন্য কোহেলী কুদ্দুসের দুঃখপ্রকাশ